তাজউদ্দিন আহমেদ,সারিয়াকান্দি (বগুড়া): মঙ্গলবার সকাল ১০ ঘটিকায়, জনাব মোখলেছুর রহমান (খোকা) সভাপতিত্বে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ জোড়গাছা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভেলাবাড়ি (জোড়গাছা) শাখার পূর্ব পার্শ্বে মাতৃছায়া কিন্ডার গার্টেন (কেজি) স্কুল গভ রেজি নংঃ ১৪৮/০৩ ,বিঃ১৪০/১৩ কর্তৃক আয়োজিত,বগুড়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুল সমিতির অধীনে ২০১৪ ইং সালে অনুষ্ঠিতত্ব এ্যাসোসিয়েশন বৃত্তি পরিক্ষায় কৃতকার্য ১৫ জন বৃত্তিপ্রাপ্য শিক্ষার্থীদেও কে স্কুলের হল রুমে উপবৃত্তির টাকা ও বৃত্তি সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থী মোঃ নওশাদ হোসেন (সিয়াম) এর হাতে উপবৃত্তির টাকা ও সনদ তুলে দেন খোকা, পুটু, ইয়াছিন ও সুজা। সিয়াম জোড়গাছা গ্রামের নতুন পাড়ার ও জোড়গাছা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা আরবি প্রভাষক আব্দুন নূর (আঙ্গুর) মুন্সির দ্বিতীয়তম ছেলে। দ্বিতীয় গ্রেডে বৃত্তিপ্রাপ্য শিক্ষার্থী সাথি আক্তার (১ম) শ্রেণি, সামিয়া ইশরাত সুরভী (৩য়) শ্রেণি এবং তানজিল হাসান পায়েল (৪র্থ) শ্রেণি ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্য শিক্ষার্থী সৈকত,আদুরি,জিমু,জেরিন (১ম) শ্রেণি,আল-জিহান,রিয়ন,স্মৃতি (২য়) শ্রেণি, বিথী,সমুনা,(৩য়)শ্রেণি,আরেফিন,সুমন(৪র্থ)শ্রেণি এদের প্রত্যেককে বৃত্তি সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ১৯ সদস্য বিশিষ্ট্য সদস্যের সভাপতি জনাবঃ মোখলেছুর রহমান (খোকা), বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী ছেলিম মেডিকেল হলের পরিচালক এনামুল করিম (পুটু), বিশেষ অতিথীর বক্তব্যে পুটু পরিচালকের উদ্দেশ্যে বলেন ক্লাশে ঠিকমত শিক্ষার্থীদের পাঠদান হচ্ছে কিনা সেবিষয়ে আপনাদেরকে বিশেষ নজরদারি করতে হবে এবং অবিভাবকদের উদ্দ্যেশে তিনি বলেন আপনারা যারা অবিভাবক আছেন তারা শিক্ষকরা আপনাদের সন্তানদের কাছ থেকে পড়া দিয়ে পড়া ঠিকমত আদায় করে নিচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলেই আপনার সন্তান প্রকৃত শিক্ষিত হবে ও বিদ্যালয়ের উন্নতি হবে। অনুষ্ঠানে মহিলা সদস্যা হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সাবিনা ইয়াছমিন। আমন্ত্রীত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ডাঃ সুজাউদ্দিন মন্ডল(সুজা),অভিবাক আরবি প্রভাষক আব্দুন নূর,আলহাজ্ব আব্দুল লতিফ সরকার,তোফাজ্জল মন্ডল,আফিজার রহমান, বুলেট,শিমু,শাপলা,জোৎনা,শিউলী প্রমুখ ও বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার শাহ আলম, উপাধ্যক্ষ হাফেজ ইয়াসিন সিরাজী,শিক্ষমন্ডলীর মধ্যে প্রধান শিক্ষিকা পারভীন আক্তার,সানজিদা,আল-আমিন, হাফিজা, নজরুল ইসলাম,তাজুল ইসলাম।
বগুড়ার সারিয়াকান্দিতে কৃতি শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বৃত্তি সনদ প্রদান-২০১৪
Spread the love
Spread the love