কনক দেব : বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর ১টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে শহরদীঘি এলাকায় এ ঘটনাটি ঘটে। বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ ওই তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি তবে জানা গেছে তরুণীটির বয়স ২২ বছর হবে। রেলওয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ জানান, দিনাজপুর থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন দোলান চাঁপা দুপুর ১টার দিকে বগুড়ায় যাত্রা বিরতি করে। এরপর ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েক মিনিট পর শহরদীঘি এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটাপড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই তরুণী আত্মহত্যার উদ্দেশ্যেই হঠাৎ করেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।
বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
Spread the love
Spread the love