Spread the love
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে চন্ডিহারা এবং কাহালুতে। পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী শাওন পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় চন্ডিহারায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং আহত হয় ২০ জন। আহতদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, বগুড়ার কাহালুতে মটর সাইকেলের পেছন থেকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
Spread the love