মিষ্টার আলী মিলন,বগুড়া : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কাহালু শাখার আয়োজনে গত বুধবার আলোচনা সভা ও ইফতার মাহফিল শাখা ভবনে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনোরুল হক এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কাহালু থানার ওসি তদন্ত আনিসুর রহমান,ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক আইযুব আলী,কাহালু শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমান প্রমূখ। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ বগুড়া গোরস্থান বায়তুর রহম জামে মস্জিদের খতিব মাওঃ আব্দুস সালাম। অপর দিকে ব্র্যাক কাহালু শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। ব্র্যাক কাহালু শাখা ব্যবস্থাপক(দাবী)আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক বগুড়া আব্দুর রশিদ,এলাকা ব্যবস্থাপক(দাবী) জাহাঙ্গীর হোসেন,এলাক পরিচালক রফিকুল ইসলাম,পৌর কাউন্সিলর আলহাজ্ব মোফাজ্জল হোসেন,এস আই জাকির হোসেন প্রমূখ।
বগুড়া কাহালুতে ইসলামী ব্যাংক ও ব্র্যাকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Spread the love
Spread the love