মিষ্টার আলী মিলন,বগুড়া : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আসক ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সদস্য ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসকের কেন্দ্রীয় পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) লায়ন জিএম ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সভাপতি ও দুপচাঁচিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদ, জিয়ানগর ইউপি সচিব রেজাউল করিম, সংগঠনের জয়পুরহাট জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, কালাই থানা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, ক্ষেতলাল থানা কমিটির সভাপতি মোস্তফা আকন্দ জাকির, দুপচাঁচিয়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চায়না, স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন এর পরিচালক রুবেল শাহ প্রমুখ।
বগুড়া দুপচাঁচিয়ায় আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Spread the love
Spread the love