আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা গ্রামের মৃতু কেকারুর পুত্র বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজ সেবক মাওঃ ওসমান গনি (৮৫) শুক্রবার রাত ৯ টায় বার্ধক্য জনিত কারনে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন( ইন্নাহ—রাজিয়ন)।
মাওঃ ওসমান গনি ছিলেন এক জন রাজনীতিবিদ ও সমাজ সেবক। তিনি দীর্ঘ দিন ধরে বাংলাদেশে কোরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের নিজেকে জড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ছিলেন। তার মৃত্যুতে সংগঠন এক জন সৎ ও যোগ্য রাজনীতিবিদ হারিয়া ফেললো। শনিবার সকাল ১০ টায় চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে মাঠে তার জানাযায় জেলার বিভিন্ন থানা হইতে দলমত নির্বি শেষে লোক এসে জানাযায় অংশ গ্রহণ করে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন বগুড়ার জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন মহান আল্লাহ যেন মাওঃ ওসমান গনীকে বেহেস্তদান করেন এবং তার পরিবার বর্গকে শোক ধরে রাখার ধৈর্য দেন। জানাযার ইমামতি করেন কাহালু উপজেলা চেয়ারম্যান মাওঃ অধ্যক্ষ তায়েব আলী।
বগুড়া বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজ সেবক মাওঃ ওসমান গনি (৮৫) আর নেই।
Spread the love
Spread the love