শাফায়াত সজল, বগুড়া : গতকাল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর পশ্চিমপাড়া যুব সাধারণের আয়োজনে চতুর্থ বারের মত উৎযাপিত হলো ব্যতিক্রমধর্মী জামাই পূর্ণমিলনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় অর্ধ শতাধিক জামাই প্রতিবারের মত এবারেও অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই আতশবাজি পুঁড়িয়ে জামাইদের স্বাগত জানানো হয়। পরে জামাইদেরকে লোগো সম্বলিত গেঞ্জি, ফুলের তোরা ও একটি লটারীর টিকিট দিয়ে বরণ করা হয়। পরে জামাইদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জামাইদের মাঝে উপস্থিত ছিলেন নুর ইসলাম ঠান্ডা, আব্দুস ছাম্দা, আবু রায়হান, আয়নাল হক, আব্দুল মজিদ, বাবলু মিয়া, মোকাব্বর হোসেন, এমদাদুল হক, আরিফ, ধলু সরকার, শাহিন আলম, আতিকুর রহমান, আশরাফ আলী, রুবেল মিয়া, আতাউর রহমান, রাকিব, জিল্লুর, মিঠু, আল আমিন, বাবু, সবুজ, রাছেল, হারুন, জাহাঙ্গীর, রানা, সবুজ, আব্দুল ওহাব, আজিজুল, হারুন, মিনারুল, রাজু প্রমুখ। আয়োজনকারীদের মাঝে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, রিপন মিয়া, গোলাম, সুমন, রিপু, শাহীন, সাদ্দাম, শিহাব, আপেল মাহমুদ, নাহিদ, সোহেল, ইমরান, ফাহিন প্রমুখ।
বগুড়া সদরের গোকুলে ব্যতিক্রমধর্মী জামাই পূর্ণমিলনী অনুষ্ঠিত
Spread the love
Spread the love