এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স থেকে : বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকেলে মেট্রো হোসের একটি রেষ্টুরেন্টে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম জানান,প্যারিসের বিতর্কিত সংবাদকর্মী দেবেশ বড়ুয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও উনার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার ফলে ফ্রান্সসহ দেশ বিদেশে নিন্দার ঝড় উঠে। আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে তাৎক্ষনিকভাবে ওই বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই। যারা এ ধরনের মন্তব্য করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করি। এর পরের দিনই শামীম ওসমান নামের এক ব্যক্তির বরাত দিয়ে আমার বিরুদ্ধে মানহানিকর একটি প্রতিবেদন প্রকাশ করে ইউরোবিডি নামক একটি অনলাইন সংবাদপত্র। প্যারিসে আমি দীর্ঘদিন ধরে বাস করছি। সংবাদপত্র সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই আমার হৃদ্যতাপুর্ন সম্পর্ক রয়েছে। শামীম ওসমান নামের কোন সাংবাদিক প্যারিসে রয়েছেন বলে কেউ জানেন না। পরে সংবাদ সংস্থাটির সঙ্গে যোগাযোগ করলে পত্রিকা কর্তৃপক্ষ ও এবিষয়ে কোন সঠিক তথ্য দিতে পারেননি। দেবেশ বড়ুয়ার যোগসাজশে বেনামে এ প্রতিবেদনটি তৈরী করে আমার সম্মান ভুলন্ঠিত করা হছে বলে আমি ধারনা করছি। ইতিপুর্বে একইচক্র প্যারিসের অনেক ব্যক্তির নামে বেনামে কুৎসা রটিয়েছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন,প্রকাশিত সংবাদে ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে কোন ব্যক্তি উনাদের সঙ্গে যোগাযোগ করেনি বা কোনো বক্তব্য নেয়নি। উনাদের নাম ভাঙিয়ে আমার বিরোদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশে এবং ফ্রান্স প্রশাসনের নিকট ইতিমধ্যে কাগজ পত্র প্রেরণ করা হয়েছে। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরকালে আশরাফ বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার সাথে পুলিশ প্রশাসনের যোগসূত্র রয়েছে। এই বিষয়টিকে পুজি করে স্বাধীনতা বিরোধী দোসররা একজোট হয়ে আমার বিরোদ্ধে উঠে পরে লেগেছে। কারন একটাই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখছেন তা তাদের সইছেনা। তারা উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ ও ভিন্নখাতে প্রভাবিত করতে প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে কুত্সা চালাচ্ছে। আর আমি মুজিবাদর্শের একজন সৈনিক হিসেবে তার প্রতিবাদ করায় স্বাধীনতার বিরোধীচক্র আমার মান সম্মান বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে প্যারিসে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।