বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থেকে দুটি জীবিত হরিণ এবং হরিণের ২০০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার ভোর রাত পাথরঘাটার বাদুরতলা বিষখালী নদীতে একটি ট্রলার থেকে হরিণ ও হরিণের এই মাংস উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জব্দ করা হয়েছে ট্রলারটি। পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ট্রলারটিকে ধাওয়া দিলে বাদুরতলা এলাকায় নদীর পাশে ট্রলারটি নোঙর করে এতে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে দুটি জীবিত হরিণ ও হরিণের বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মাংসের পরিমাণ প্রায় ২০০ কেজি। সকাল ৯টায় মাংস এবং জীবিত হরিণ দুটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।পাথরঘাটা সদর বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হবে। এছাড়া জীবিত হরিণ দুটি বনে অবমুক্ত করা হবে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বরগুনায় জীবিত দুই হরিণসহ ২০০ কেজি মাংস উদ্ধার
Spread the love
Spread the love