বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে গেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পোনে একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের নিলখোলা নামক স্থানে চেকপোষ্ট বসান। এ সময় পথচারী খাঞ্জাপুর ইউনিয়নের বাকাল গ্রামের মোয়েজ আলী সরদারের পুত্র আজিজুল সরদার (২৫)’এর দেহ তল্লামী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্ধ করেন। এ সময় তার সহযোগী রাসেল সিকদার ও বেলায়েত হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। পুলিশ থাওয়া করে রাসেলকে াাটক করলেও বেরায়েত পালিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম হয়ে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বরিশাল জেল হাজতে প্রেরন করেছে। অপরদিকে, উপজেলার রাজাপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি শামীম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। সে (শামীম) উপজেলার মোখলেছ হাওলাদারের ছেলে।
বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার
Spread the love
Spread the love