Spread the love
বরিশাল প্রতিনিধি : বরিশালের বিমানবন্দর থানার রামপট্টি এলাকায় ট্রাকের চাপায় তাওহীদ (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে এ সোমবার সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ স্থানীয় চা দোকানি বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের মহাসড়কে হাঁটছিল তাওহীদ।এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দাস রণবীর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক দাস রণবীর শিশুটির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Spread the love