বরিশাল প্রতিনিধি : বিশ্ব ইজতেমার আংশিক ভেন্যু হচ্ছে বরিশালে। এজন্য নগরীর নবগ্রাম রোডের সরদারপাড়া এলাকাকে নির্বাচন করা হয়েছে। ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১০, ১১ ও ১২ ডিসেম্বর। এই ইজতেমায় ভারত এবং ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট শায়েখগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ব্যাপারে চৌমাথা মারকাজ মসজিদে কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ইমাম মাওলানা মহসিন জানান, মাঠের প্রস্তুতিসহ ইজতেমা সফল করার কাজ চলছে।
উল্লেখ্য, জানুয়ারী মাসে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ক্রমান্বয়ে বাড়তে থাকে মুসল্লি সংখ্যা। বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশ থেকে লাখ লাখ মুসল্লি একত্রিত হতে থাকেন। শুধু দেশের ৬৪ জেলা থেকে ১০ লক্ষাধিক মুসল্লি জমায়েত হন তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে। সব মিলিয়ে মুসল্লি সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায় বলে দাবি বিভিন্ন সূত্রের। এ অবস্থায় বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিসহ দেশের মুসল্লিদের সঠিক খেদমতসহ পরিচর্যা সম্ভব হয়না। স্থান সংকুলান নিয়েও বিপাকে পড়তে হয়। যা সমস্যা হিসেবে বিবেচিত হয় কাকরাইল মসজিদের বিশিষ্ট শায়েখগণের কাছে। ফলে আলাপ আলোচনায় সিদ্ধান্ত হয় দেশের তাবলীগ সমর্থকসহ আম মুসলমানগণ ৩২ জেলায় নিজ উদ্যোগে বিশ্ব ইজতেমা সম্পন্ন করবেন। অবশিষ্ট ৩২ জেলার মুসল্লি জানুয়ারীতে অনুষ্ঠিত তুরাগ তীরের ইজতেমায় জমায়েত হবেন।
বরিশালে বিশ্ব ইজতেমা ভেন্যু
Spread the love
Spread the love