বরিশাল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত পলিথিন (শপিং) ব্যাগের বিরুদ্ধে বরিশাল নগরীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন রাখার দায়ে চার দোকানিকে জরিমানা করা হয়। রোববার দুপুরে বরিশাল নগরীর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করার দায়ে মেসার্স খান ব্রাদার্সের প্রোপাইটর মো. লাভলু খানকে ৪০ হাজার টাকা, মেসার্স শিবু স্টোরের প্রোপাইটর শিবু বনিককে চার হাজার টাকা, মেসার্স খান ব্রাদার্সের প্রোপাইটর আলমগীর খানকে তিন হাজার টাকা, মেসার্স আবির ব্রাদার্সের প্রোপাইটর সন্তোস মিত্রকে দুই হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে চারটি প্রতিষ্ঠানে মোট ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা এবং আনুমানিক চারশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বরিশালে ৪ দোকানিকে জরিমানা
Spread the love
Spread the love