সিলেট প্রতিনিধি : শুক্রবার বিকেল ৩টায় টুকেরবাজারে সিরাজ মালেকা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং মরহুম হাজী মুখলেছ মিয়া মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন সিলেটের অন্যতম বাইকার্স সংগঠন সিলেট স্ট্রিট ফাইটার্স। শহরতলীর টুকেরবাজারের বিভিন্ন গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাড়াতে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তারা উদ্যোগ নিয়েছেন। আগামীতেও তারা এরকম সামাজিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান। সংগঠনের পক্ষ থেকে সিরাজ-মালেকা ফাউন্ডেশনের ইউকের ফাউন্ডার দেলোয়ার খান এবং মরহুম হাজী মখলিছ মিয়া মেমোরিয়াল ট্রাস্টেও ফাউন্ডার শাহেদ মিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তাদের দানশীলতার প্রশংসা কওে বলেন, বিত্তবান মানুষ এগিয়ে আসলে সহজেই সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘব করা সম্ভব হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবদুল্লাহ আল আমিন শুভ, জামিল হোসেন, মাহমুদুল হাসান মাহফুজ, বদরুল, শাহীন আলম, খলিলুর রহমান রায়হান, রেদওয়ান আহমদ রেজা, আকমল হোসেন, রাজু আহমদ রাজ, তায়েফ আহমদ, সামছুদ্দিন, এমাদ উদ্দিন, হেলাল আহমদ, প্রদীপ, দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রেজা রুবেল ও মিলিনিয়াম টিভির ক্যামেরাপার্সন সেলিম আহমদ প্রমুখ।
বাইকার্স সিলেট স্ট্রিট ফাইটার্সের শীতবস্ত্র বিতরণ
Spread the love
Spread the love