আবুল বাশার মিরাজ বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ক্যানভাসের উদ্যোগে আজ শুক্রবার বাকৃবিতে এক চিত্র প্রদর্শনীর শুরু হয়েছে। দু’দিনব্যাপি এ চিত্র প্রদর্শনীটি চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রদর্শনীতে ১৫ জন শিক্ষার্থীর মোট ৬৭ টি ফটোগ্রাফি স্থান পেয়েছে। বেলা ৪ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ফিতা কেটে প্রদর্শনীটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানভাস সংগঠনের আহ্বায়ক সাদিকুর রহমান অরণ্য, মো. আরিফুল ইসলাম, বিরাজ রয় এবং সংগঠনের অন্যান্য সদস্যসহ দর্শনার্থীরা। আয়োজকরা এই চিত্র প্রদর্শনীটি শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উৎসর্গ করেন। আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ের উপর বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মোট ৬৭ টি ফটোগ্রাফি স্থান পেয়েছ। আগামীকাল বেলা ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে এরূপ সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। তোমাদের এই সুপ্ত প্রতিভা আরও বিকমিত হোক সেই কামনা করছি।
বাকৃবিতে চিত্রাঙ্কন প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়
Spread the love
Spread the love