আবুল বাশার মিরাজ, বাকৃবি : আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর সাড়ে সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত জব্বারের মোড়স্থ ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, শাখা ছাত্রলীগের নেতা মো. রুবেল মিয়া, এস.এম রায়হান, আরিফ মাহমুদ, তায়েফুর রহমান রিয়াদ, নূরে আলম তপন, ফয়সাল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাকৃবিতে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Spread the love
Spread the love