আবুল বাশার মিরাজ,বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার উদ্যেগে শুক্রবার ধানকাটা উৎসবের আয়োজন করা হয়। সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান খামারে উৎপাদিত আমন ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো.জসীমউদ্দিন খান, রেজিস্টার মো.সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন, কৃষি অনুষওদর ভারপ্রাপাপ্ত ডীন অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান খামার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড.মুহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক,শিক্ষার্থীও ফার্মে কতব্যরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
জানা গেছে,২০১৪-১৫ সালে খামার ব্যবস্থাপনা শাখা ১ কোটি ৩৩ লক্ষ টাকা আয় করে। যা ছিল খামার থেকে সবোর্চ্চ আয়্ কিন্তু এ বছর অতীত রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন প্রধান খামার তত্ত্বাবধায়ক ।
বাকৃবিতে ধান কাটা উৎসব
Spread the love
Spread the love