Spread the love
এনামুল হক বেনাপোল : বেনাপোলে একশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বেনাপোল রেলস্টেশনের পাশের একটি বস্তি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- খুলনার দৌলতপুরের রিয়াজুল ইসলামের ছেলে মিলন (২৭) ও খুলনা রেলস্টেশন এলাকার ইউনুছ হোসেনের ছেলে রুবেল (২৮)।
পুলিশ জানায়, বেনাপোল রেলস্টেশন এলাকার বস্তিতে মাদক বিক্রি হচ্ছে – এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়। পরে, আটকদের শরীরে তলাশি চালিয়ে একশ’ পিস ইয়াবা করা উদ্ধার হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
Spread the love