বালাগঞ্জ সিলেট প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বুধবার বেলা ২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বালাগঞ্জ সদর ইউনিয়নের চানপুর, কালাচানতলা, মদনমোহন জিউর আশ্রম, রাধাকুনা, আমসাপুর, গালিমপুর সোনাপুরসহ প্রায় ১৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, বালাগঞ্জ উপজেলার আহবায়ক মুক্তার মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমদ, যুগ্ম আহবায়ক শফিউল আলম সুফি, মখবুল হোসেন শিবলু, সৈয়দ সিদ্দেক আলী, রহমত আলী, বিশ্বনাথ জাপার যুগ্ম আহবায়ক একেএম দুলাল, উসমানীনগর উপজেলার সিনিয়র নহ-সভাপতি আশরাফ আলী সিরাজ, জেলা যুব সংহতির আহবায়ক আশিক মিয়া, জাপা নেতা, আব্দুল মান্নান, নেছার আলী, যুব সংহতির নেতা শাহজাহান ইসলাম সাগর, কামাল মিয়াসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন জাপার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, ‘আমরা স্বাধীন দেশের নাগরিক। এদেশে জাত আর ধর্মে কোন ভেদাভেদ নেই। আমাদের পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালি। তিনি বলেন, বর্তমান সরকার হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজায় ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করেছে। আপনারা উৎসব পালন করুন, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো।
বালাগঞ্জে পূজা মনডপ পরিদর্শনকালে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী
Spread the love
Spread the love