মোবারক বিশ্বাস পাবনা : সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নাছিম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই চক্রান্তের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরো বলেছেন, ২০১৯সালের একদিন আগেও দেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশে আইনের শাসন ধ্বংশ করেছেন এবং হত্যাকারীদের পুরস্কৃত করে প্রতিষ্ঠিত করেছেন। তারা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের রক্ষা করেছেন, ১৯শে আগস্টে শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা চেষ্টার মামলাকে নস্যাতের চেষ্টা করেছেন। জাতীয় ৪ নেতাকে জেলখানার মধ্যে নির্মমভাবে হত্যার বিচারকে বাধা গ্রস্থ করেছেন। অথচ তিনি এখন লন্ডনে বসে আইনের শাসন নেই বলে প্রলাপ করছেন ও ষড়যন্ত্র করছেন। ২১ বছর পর ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছে, জাতীয় ৪ নেতা হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করছেন এবং জঙ্গিদেরকে গ্রেফতার করে তাদের বিচার করছেন। বিএনপি ও জামায়াত জোট ১৪সালে নির্বাচনকে বানচাল করতে দেশের মানুষকে পুরিয়ে মেরেছে। পুলিশকে হত্যা করেছে। ১৪ সালের নির্বাচন না হলে দেশে গনতন্ত্র থাকত না। সামরিক সরকার ক্ষমতায় থাকত। আমরা মন্ত্রী এমপি হতে পারতাম না। কার কাছে ভোট চাইতাম। গতকাল শুক্রবার রাতে পাবনা শহরের অনন্ত মোড়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাশুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পাবনা সদর এমপি গোলম ফারুক প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও পিপি বেলায়েত হোসেন বিল্লু, আওয়ামীলীগ নেতা সরদার মিঠু আহম্মেদ, আব্দুল বাকিসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান টিপু ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম। সংগীত পরিবেশন করেন, বাদশা বুলবুল ও পলি সায়ন্তনি।
বিএনপি নেত্রী লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ——- স্বাস্থ্যমন্ত্রী-নাসিম
Spread the love
Spread the love