নিজস্ব প্রতিবেদক : ২০১৫- সদ্য নিয়োগপ্রাপ্ত বিটিআরসি চেয়ারম্যান ড: শাহজাহান মাহমুদকে শুভেচ্ছা জানাতে সম্প্রতি বিটিআরসি কার্যালয়ে যান হুয়াই টেকনোলজিস লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তার একটি দল। হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) কলিন শি বিটিআরসি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উভয় পক্ষ বাংলাদেশের টেলিযোগাযোগ এবং আইসিটি শিল্পের বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। কলিন শি বিটিআরসি চেয়ারম্যানকে হুয়াই’র পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা দেবার আশ্বাস দেন। বিটিআরসি চেয়ারম্যান হুয়াই’র দলকে ধন্যবাদ জানান এবং বিটিআরসি ও হুয়াই’র মধ্যকার স¤পর্কের যেন আরো উন্নতি হয় সেই কামনা করেন।
হুয়াই প্রসঙ্গে:
হুয়াই’র পণ্য ও সেবা সুবিধা বিশে^র ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়। বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার কাছে সেবা পৌছে দিচ্ছে হুয়াই । ২০১৩ সালে স§ার্টফোন শিপমেন্টে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের তথ্য অনুযায়ী হুয়াই সারাবিশে^ তৃতীয় স্থান অধিকার করে। হুয়াই যুক্তরাষ্ট্র, জার্মানী, সুইডেন, রাশিয়া, ভারত ও চীনসহ বিশ্বজুড়ে ১৬ টিরও বেশি আরএন্ডডি সেন্টার স্থাপন করেছে। মোবাইল ফোন, মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস, হোম ডিভাইস, ক্লাউডস ও কনজিউমার চিপসেটসসহ বিস্তৃত পরিসরে হুয়াইর তিনটি ব্যবসা গ্রুপ কাজ করে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [আইসিটি] খাতে ২০ বছরেরও বেশি সময় জুড়ে ব্যাপক অভিজ্ঞতায় হুয়াইর রয়েছে বৈশ্বিক নেটওয়ার্ক, বিস্তৃত বিজনেস ও সহযোগীদের পরিচালনার অভিজ্ঞতা। হুয়াই ডিভাইসের মধ্য দিয়ে হুয়াই কনজিউমার বিজনেস গ্রুপ গ্রাহকদের কাছে সর্বশেষ প্রযুক্তি উপহার দিতে দায়বদ্ধ। বিশ্বে যে যেখানেই অবস্থান করুক না কেন; সকলেরই হাতের নাগালে সর্বশেষ প্রযুক্তির সহজলভ্যতা পৌছে দেওয়ার ব্যাপারে হুয়াই প্রতিশ্রুতিবদ্ধ।
বিটিআরসি চেয়ারম্যান ড: শাহজাহান মাহমুদকে স্বাগতম জানালেন হুয়াই সিটিও কলিন শি
Spread the love
Spread the love