Spread the love
স্টাফ রিপোর্টার বগুড়া অফিস : দৈনিক করতোয়ার সিলেট প্রতিনিধি ও অনলাইন প্রত্রিকা বিডিজাহান.কম এর সম্পাদক এম.এ.সাবলু হৃদয় এর সাথে স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সোমবার বিডিজাহান.কম বগুড়া অফিসে দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, বিডিজাহান.কম এর নির্বাহী সম্পাদক আর্শীবাদ সাহা (রাহুল ),কনক দেব, নিউজ এডিটর আতাউর রহমান, জকিগঞ্জ সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমান,দৈনিক বাংলা বুলেটিন এর মোকামতলা বগুড়া প্রতিনিধি রাহুল ঠাকুর রনি দৈনিক মুক্তসকাল এর মোকামতলা বগুড়া প্রতিনিধি শফিউল আলম ডিউ, দৈনিক সাতমাথা মোকামতলা বগুড়া প্রতিনিধি মইনুল ইসলাম রকেট,
বিডিজাহান.কম এর স্টাফ রিপোর্টর রফিকুল ইসলাম,ধনুট প্রতিনিধি কারিমুল হাসান লিখন,সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি তাজউদ্দিন আহমদে,সদর প্রতিনিধি আকাশ প্রমুখ।
Spread the love