Spread the love
নিজস্ব প্রতিবেদক : বলা যায় অনেকটা আকস্মিকভাবেই নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তাই জাতীয় দলের জন্য সৃষ্টি হয়েছে লম্বা এক বিরতি। এই সময়টাকে কাজে লাগাতে জিম্বাবুয়ে সফরের কিছু অংশ এগিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়্যারম্যান জালাল ইউনুস রবিবার এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। আর আমাদের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে। তাই আমরা এই নভেম্বরে চেষ্টা করবো কিছু খেলা এর মাঝে খেলে ফেলতে। এখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে চিঠি চালাচালি করছি। দেখা যাক কি হয়।‘তবে এখনো নিশ্চিত নয়, সম্পূর্ণ সিরিজই এগিয়ে আনা হবে নাকি আংশিক, ‘‘এখনও ঠিক হয় নাই। টেস্ট অথবা ওয়ানডে যে কোন একটা এগিয়ে নিয়ে আসতে পারি।’ এমন টাই আশাবাদ ব্যক্ত করলেন বিসিবি চেয়ারম্যান জালাল ইউনুস।
Spread the love