আমিনুল কবির,কক্সবাজার : কক্সবাজারসহ দেশের পূর্বাঞ্চলের সামরিক ও আকাশ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে স্থাপন করা হয়েছে বিমান বাহিনীর বিশেষ রাডার। শহরতলীর কলাতলী পাহাড়ের উপর স্থাপিত এই রাডারের মাধ্যমে সহজে শত্র“ বিমান চিহ্নিত করা যাবে। আর এর মাধ্যমে দেশের আকাশ নিরাপত্তা আরো এক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এই রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ বুধবার। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সকাল সাড়ে ১১ টায় তিনি বিশেষ হেলিকপ্টারযোগে কলাতলী বিমান ঘাটিতে অবতরণ করেন। দুপুর সাড়ে ১২টায় তিনি ভাষণ দেবেন এবং বিমান বাহিনীর বিশেষ রাডার উদ্বোধনী ফলক উম্মোচন করবেন।
সূত্র জানায়, কক্সবাজারে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স র্যাডার (ওয়াই এলসি- ৬) এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দিতে ৬ ঘন্টার এক সংক্ষিপ্ত সফরে কক্সবাজারে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি কলাতলীস্থ এয়ার ডিফেন্স র্যাডার (ওয়াই এলসি- ৬) এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বেন বলে জানা গেছে। এদিকে রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে কক্সবাজার শহরে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছে পৌরসভা। এছাড়া রাস্তা সংস্কার ও সাজগোছের কাজও ব্যাপক আকারে করা হয়। পাশাপাশি শহরজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা শহরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া দেশের এলিট ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি অগ্রবর্তী দল গত রোববার থেকে রাষ্ট্রপতির যাতায়াতস্থলে মহড়া দিচ্ছে।
বিমান বাহিনীর বিশেষ রাডার স্থাপন উদ্বোধন করতে রাষ্ট্রপতি এখন কক্সবাজারে
Spread the love
Spread the love