বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বিরল উপজেলার সদর ইউনিয়ন শাখা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে খুরশিদ আলমকে আহ্বায়ক, ইকবাল হাসান রকেট ও সাদেকুল ইসলাম লেলীনকে যুগ্ন-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুবনেতা মারুফ, মিজানুরসহ ছাত্রলীগের আহ্বায়ক নুর জামান ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। নব-গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলার ৫নং বিরল ইউনিয়ন শাখা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- মোস্তাফিজুর রহমান, ফিরোজ, রুবেল ইসলাম, ইউসুফ আলী, আল হেলাল, রাসেদুল ইসলাম, শাহিনুর ইসলাম ও সাইদুর রহমান। রোববার সকালে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন নবগঠিত কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
বিরলের সদর ইউপি শাখা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
Spread the love
Spread the love