মোঃ রুহুল আমীন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে একদিন ব্যাপী “গণিত বিষয়ক শিক্ষকদের কর্মশালা চলনবিল ২০১৫” অনুষ্ঠিত হয়েছে। পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনষ্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মশালায় চলনবিল এলাকার চারটি জেলার প্রায় ৩শ’ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার দুপূর ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গণিত সমিতির সাবেক চেয়ারম্যান প্রফেসর মুনিবুর রহমান চৌধূরী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আব্দুল আলীম, গাজীপুর ডুয়েট গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সিরাজুল হক মোল্লা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত ও পরিসংখ্যান বিভাগ চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, ঢাকা মিরপুর জান্নাত একাডেমীর প্রধান শিক্ষক এমএ মান্নান, ঢাকা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমূখ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের গবেষক, পাঠ্যক্রম কমিটির সদস্য ও কর্মশালার আহ্বায়ক কাজী খায়রুল বাসারের সভাপতিত্বে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, কর্মশালার সচিব এসএম শরিফুল হক লাবু প্রমূখ। কর্মশালায় নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার গণিত বিষয়ক প্রায় ৩শ’ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটির মিডিয়ার পার্টনার হিসেবে সহযোগীতা করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “একাত্তর” টেলিভিশন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসরে গণিত বিষয়ক শিক্ষকদের কর্মশালা চলনবিল ২০১৫ অনুষ্ঠিত
Spread the love
Spread the love