Spread the love

গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে গবীর উল্লাহ (৬৫), উপজেলার নতুনবাজারের আরশ আলীর ছেলে শাহজাহান আহমদ (৫০), পালেরচক গ্রামের রাশিদ আলীর ছেলে রহিম আলী (৫৫) ও বিলপাড় গ্রামের মৃত ইস্কান্দার আলীর ছেলে আশক আলী (৫০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, নগদ ৩ হাজার ৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
অভিযানকালে তাদের অন্য সহযোগী খাজান্সির নোয়াগাও গ্রামের আঙ্গুর মিয়া (৫০), রগুপুর গ্রামের হান্নান (৫০) ও বিলপাড় গ্রামের চিটাগাঙ্গী (৩৫)-সহ অজ্ঞাত আরো ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।
Spread the love