নিজস্ব প্রতিবেদক : বিয়ের সানাই বেজে উঠলো হরভজন সিংয়ের। প্রেম করেই বিয়ে করছেন হরভজন সিং। ২৯ অক্টোবর বিয়ে। তার আগেই হাতে মেহেদি পড়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে হরভজন সিংয়ের। এই অফ-স্পিনার বৃহস্পতিবার বিয়ে করতে যাচ্ছেন বলিউড নায়িকা গীতা বসরাকে। বিয়ের অনুষ্ঠান হবে হরভজনের নিজের শহর জলান্ধর থেকে ২০ কিলোমিটার দূরে হোটেল পাগোওয়ারায়। গত সোমবার রাতে মেহেদি পড়ার সময় হরভজনের গায়ে ছিল টি-শার্ট এবং গীতা পড়েছিলেন গোলাপি-হলুদ রঙের লেহেঙ্গা। হরভজনের মা আবতার কুর হবু বউয়ের নাম মেহেদি দিয়ে ছেলের হাতে লিখে দেন। মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরভজনের নিকট-আত্মীয় এবং খুব কাছের বন্ধুবান্ধব। বিরাট কোহলি এবং আনুশকা শর্মার প্রেম সবাই জেনে গেলেও হরভজন ছিলেন ব্যতিক্রম। গীতার সঙ্গে তার প্রেমের কথা কোনো ভাবেই সংবাদমাধ্যমে আসেনি। যেটা এ বছরই সবাই জেনেছে। জুনে হরভজনের কথা বর্ণনা করতে গিয়ে গীতা বলেন,‘ সে খুব ব্যক্তিত্বসম্পন্ন। ও যখন কম বয়সে সাফল্য পেয়েছিল তখন যেমন ছিল এখনও তাই। ও খেলাটাকে ভালোবাসে। আমি তার কাছ থেকে শিখতে চাই।’ হরভজনের বিয়ে করতে লেগে যাবে পাঁচদিন। নভেম্বেরের ১ তারিখে দিল্লিতে হবে বিবাহোত্তর সংবর্ধনা। এখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিরাট কোহলি, যুবরাজ সিংসহ বলিডের তারকাদের। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে হরভজনকে বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে তার জায়গা নিতে পারেন রবিন্দ্র জাদেজা। ১০৩ টেস্টে হরভজন তুলে নিয়েছেন ৪১৭ উইকেট।
বিয়ের সানাই বাজলো হরভজনের : প্রেম করেই বিয়ে করছেন হরভজন সিং
Spread the love
Spread the love