তারিক আবেদীন (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপারা ইউনিয়নের কৈকুরি কালিমন্দির এলাকায় মাইক্রোবাস চাপায় মোছাঃ শাহানাজ পারভীন (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শাহনাজ পারভীন উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের মোঃ শাহজাহানের কন্যা এবং গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার সকাল ১১টায় উপজেলার বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ কলেজের প্রভাষক দেবাংশু দাশ রানা জানান, উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের মোঃ শাহজাহানের কন্যা এবং গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোছাঃ শাহানাজ পারভীন বীরগঞ্জ উপজেলা সদরে প্রাইভেট পড়ে সকাল ১১টায় অটোরিক্সা যোগে কলেজে রওয়ানা দেয়। এ সময় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি কালিমন্দির নামক স্থানে বিপরীত গামী একটি মাইক্রোবাস অটোরিক্রাকে ধাক্কা দিলে মোছাঃ শাহানাজ পারভীন অটোরিক্সা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মোস্তাফিজুর রহমান পিন্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
বীরগঞ্জে সড়ক দূর্ঘটণায় কলেজছাত্রী নিহত
Spread the love
Spread the love