সাফায়াত সজল বগুড়া : ১২ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া আসছেন। তিনি বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বগুড়াকে। দীর্ঘ সাত বছর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে জনসভাস্থল পর্যন্ত স্বাগত ও অভিনন্দন লেখা সম্বলিত রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও তোড়ণ নির্মাণ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিক জনসভায় প্রধানমন্ত্রী আনুমানিক এক হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বগুড়াকে সিটি করপোরেশন অথবা বিভাগীয় শহর এবং বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণার দাবি করা হয়েছে। দলীয় এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ওইদিন জনসভা স্থলে স্থাপিত ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে যে প্রকল্পগুলির উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন সেগুলো হল- নবনির্মিত ১০তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকাম তলায় পুলিশ তদন্ত কেন্দ্র, নন্দীগ্রাম উপজেলায় কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্ট, শিবগঞ্জের আলিয়ারহাটে অবস্থিত বগুড়া কাহালুতে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ কাজ, শেরপুর রানীরহাট জিসি ভায়া পেঁচুলহাট কচুয়াবাড়ী রাস্তা উন্নয়ন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ডুমকান্দি বেতেরকান্দি রাস্তায় মুখসহ খালের উপর ৬০মি. আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সারিয়াকান্দি উপজেলাধীন কর্নিবাড়ী-কুতুবপুর-রহদহ-কামা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে বগুড়া সেনানিবাসে পৌঁছাবেন। সেখানে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করবেন । এরপর বেলা আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে বিকেল সোয়া ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া আসছেন
Spread the love
Spread the love