স্পোর্টস রিপোর্টার : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস সোনা জিতেছেন। বার্লিনের পথ ধরে মস্কোতে, এবার বেইজিংয়ে- এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্বের দ্রুততম মানবী হলেন উসাইন বোল্টের স্বদেশী জ্যামাইকান এ নারী দৌড়বিদ। সোমবার বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে ১০০ মিটারের দৌড় শেষ করতে ১০.৭৬ সেকেন্ড সময় নিয়েছেন ফ্রেজার-প্রাইস। যদিও ২০১২ সালে ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে নিজের ব্যক্তিগত সেরা টাইমিংটি করেছিলেন ফ্রেজার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৮ বছর বয়সী ফ্রেজারের এটি ষষ্ঠ স্বর্ণ। ২০১৩ সালে মেয়েদের দৌড়ে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে ডাবলস জিতেছিলেন তিনি। এছাড়া ২০০৮ ও ২০১২ অলিম্পিকেও ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন। এদিন নেদারল্যান্ডস তারকা ডাফনে শিপার্স ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে রূপা এবং যুক্তরাষ্ট্রের টোরি বোয়ি ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। তবে হিট আর সেমিফাইনালে ভালো দৌড়ে আশা পূরণ করতে পারেননি ফ্রেজারের স্বদেশী ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন। চতুর্থ হয়ে দৌড় শেষ করেছেন তিনি।
বেইজিংয়ে ফ্রেজার-প্রাইসের স্বর্ণ
Spread the love
Spread the love