স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির পরে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের বেতন বৃদ্ধির সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এগুলো অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিপরিষদ সভায় উঠছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।জানা গেছে, নতুন বেতন কাঠামোতে রাষ্ট্রপতির সম্ভাব্য বেতন ১ লক্ষ ১৯ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য বেতন ১ লাখ ১৪ হাজার টাকা। আর মন্ত্রীদের বেতন ১ লক্ষ ৪ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৮৭ হাজার ৫শ’ টাকা, উপমন্ত্রীদের বেতন ৮৬ হাজার ৫শ’ টাকা হতে পারে। বর্তমান বেতন কাঠামোতে রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২শ’ টাকা, প্রধানমন্ত্রীর ৫৮ হাজার ৬শ’ টাকা, মন্ত্রীদের ৫৩ হাজার ১শ’ টাকা, প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার ৮শ’ টাকা এবং উপমন্ত্রীদের বেতন ৪৫ হাজার ১৫০ টাকা। নতুন বেতন কাঠামোতে রাষ্ট্রপতির সম্ভাব্য বেতন বাড়ছে ৫৭ হাজার ৮শ’ টাকা, প্রধানমন্ত্রীর ৫৫ হাজার ৪শ’ টাকা, মন্ত্রীদের ৫০ হাজার ৯শ’ টাকা, প্রতিমন্ত্রীদের ৩৯ হাজার ৭শ’ টাকা এবং উপমন্ত্রীদের বেতন বাড়ছে ৪১ হাজার ৩৫০ টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের বেতন বাড়াতে হলে আইন সংশোধন করতে হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের বেতন বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন মন্ত্রিপরিষদে অনুমোদনের পর একটি গেজেট প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন হয়। কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বেতন বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট আইনের সংশোধনী মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের পর তা জাতীয় সংসদে পাস করার মধ্য দিয়ে এটি কার্যকর হয়।
বেতন বাড়ছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের
Spread the love
Spread the love