যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের বারোপোতা কদলতলা গ্রামে ইয়াব আলী (৫২) নামে জোড়া হত্যা মামলার এক আসামির ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের একটি ক্লিনিকে নিয়ে গেছে বলে জানা গেছে। আহত ইয়াব আলী পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের তক্কেল গাজীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী। শুক্রবার রাত সাড়ে ৮টায় পুটখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা হয়। স্থানীয়রা জানান, ইয়াব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও জোড়া হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি চোরাচালানীসহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত। গত দুই বছরে তার হাতে পুটখালীর উত্তর বারোপোতা গ্রামের আওয়ামী লীগ কর্মী লালন ও মহিশাডাঙ্গা গ্রামের শাহাজান খুন হয়। এতে নিহতের পরিবার তাকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে, শক্রতার জের ধরে প্রতিপক্ষরাই তার ওপর এ হামলা চালিয়েছে। বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার জানান, তিনি ইয়াব আলীর ওপর হামলার কথা শুনেছেন। পরিবারের সদস্যরা তাকে যশোর নিয়ে গেছে বলেও শুনেছেন তিনি। বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজিত জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করা হয়েছে। বিস্তারিত খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোলে হত্যা মামলার আসামি বোমা-গুলিতে আহত
Spread the love
Spread the love