বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গতকাল ১৩নভেম্বর শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের কোদাল কাঠি নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান, ৫নং ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল নবী বাদল চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামসুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতি বছর বর্ষার মৌসুমে এলাকার মানুষের চলাচলের একমাত্র নদী ঘেষা রাস্তাটি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এমপি স্বরে জমিন পরিদর্শন করে এলাকার মানুষের সমস্যার কথা উপলদ্ধি করে দ্রুতগতিতে বাধ নির্মান প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসদেন।
বোচাগঞ্জে কোদাল কাঠি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি
Spread the love
Spread the love