ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ২ মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে ফেরদৌসি বেগম (২৬) নামের গৃহবধূ এ কন্যা শিশুর জন্ম দিয়েছেন। ফেরদৗসি বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলার চৌমুহনী এলাকার মোঃ জামাল মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্র জানায়,বুধবার বিকেল ৩টার দিকে জামাল মিয়া তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসুতি বিভাগের কনসালটেন্ট ডাক্তার হালিমা নাজনীন মিলি ফেরদৌসির অস্ত্রোপচার করে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দেন। চিকিৎসক ডাক্তার হালিমা নাজনীন মিলি জানান, অস্ত্রোপচার করার পর দুই মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ্য রয়েছে। তবে তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দুই মাথাবিশিষ্ট শিশুটিকে দেখতে ক্লিনিকে ভীড় জমাচ্ছে উৎসুক জনতা।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম
Spread the love
Spread the love