বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নিজের জমির উপর দিয়ে খাল না কাটার দাবীতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা প্রকৌশল বিভাগ অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় মহিষলুটি বিল উপ-প্রকল্প নামে বিলে খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প নিয়েছে। মঙ্গলবার সকালে চান্দাইয়ে রাজাপুর-জোনাইল ফিডার সড়কে এ মানববন্ধনে প্রায় ৪ শতাধিক কৃষক অংশ নেন। মানববন্ধনকালে চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহিম মাষ্টার, আনোয়ার হোসেন ও আলাল খাঁ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, কৃষকদের ব্যাক্তি মালিকানা জমির ওপর দিয়ে খাল খনন ও বেড়িবাঁধ করা হলে ব্যাপক পরিমাণ জমি নষ্ট হবে। ফসলের জমি হারিয়ে অনেক কৃষকের পথে বসার উপক্রম হবে। তারা কৃষকের আবাদী জমিতে খাল না কেটে প্রকল্প বাস্তবায়নে বিকল্প ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বড়াইগ্রামের মহিষলুটি বিল প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন
Spread the love
Spread the love