Spread the love
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে অতি দরিদ্র মহিলাদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ ও বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) অতি দরিদ্র কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মোট ২৫ জন মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে টিএমএসএসের লক্ষীকোল শাখা কার্যালয়ে টিএমএসএসের যুগ্ন পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওসি (তদন্ত) এমরান হোসেন মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, টিএমএসএসের সহকারী পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুর রহমান, এলাকা ব্যবস্থাপক ওয়াকিল আহমেদ, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।
Spread the love