বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার পল্লী চিকিৎসক আব্দুর রহিম মৃধার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্টার ও গোল্ডলিফ সিগারেট তৈরীর করার মেশিন, কাঁচামাল ও নকল রেভিনিউ লেবেল (সিগারেট প্যাকেটের গায়ে ব্যবহৃত সরকারী ভ্যাট স্ট্যাম্প) উদ্ধার করেছে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাড়ির মালিক আব্দুর রহিম মৃধা (৪৮) কে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দয়াল কুমার ব্যানার্জী জানান, পল্লী চিকিৎসক আব্দুর রহিম দীর্ঘদিন ধরে নকল স্টার ও গোল্ডলিফ সিগারেট তৈরী করে বাজারজাত করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নকল সিগারেট তৈরীর মেশিনসহ নকল রেভিনিউ লেবেল উদ্ধার এবং অভিযুক্ত মূল হোতা আব্দুর রহিম মৃধাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুন র্যাবের একটি টিম একই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেটসহ মেশিন ও কাঁচামাল জব্দ করে। পরে কারখানাটি সিলগালা ও তাকে জেল-জরিমানা করেন। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে এসে পুনরায় নকল সিগারেট ও রেভিনিউ লেবেল তৈরী করতে শুরু করেন।
বড়াইগ্রামে নকল সিগারেট কারখানায় অভিযান বাড়ি মালিকের জেল-জরিমানা
Spread the love
Spread the love