Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : আজ বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের রূপসী বাঁধ বাজারে গোলজার হেসেনের রাইস মিলে বয়লার বিস্ফোরণে গণেস চৌধুরী (৫০) নামের এক শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আহত ভাঙ্গাজোল গ্রামের রমিছা খাতুন(৪৫) ও আব্দুল লতিফ(৬০) কে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গণেস রূপসী গ্রামের লক্ষন চৌধুরীর পুত্র। স্থানীয় অধিবাসীরা জানান,বিকাল তিনটার দিকে গোলজার হোসেনের রাইস মিলে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে হতাহতরা দুর্ঘটনার স্বীকার হন। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রব ও এসআই তরিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে বিষয়টি সাধারন ডায়রী ভুক্ত করেন বলে পুলিশ স্বীকার করেছেন।
Spread the love