Spread the love

অজানা দেশ হতে আমার অম্বরে এক পাখি ভোরবেলা এলো উড়ে,
এই আমিটা কে আপাদমস্তক গুছিয়ে নিয়ে, সাজালো খুব যতন করে।
সে আমার রাতজাগা নয় তন্দ্রা নিঃশেষ করার পাখি,
তার মধুর বুলিতে রোজ রোজ মেলি আমি আঁখি
অতি উপস্কারের মোহে তার প্রসঙ্গে তেমন কিছু করা হয়নি অন্তর্হিত,
সারাক্ষণ তার ভালোবাসার বৃত্তে করে রাখে আমাকে আবৃত।
আগলে দাঁড়িয়ে শ্রবণ করি ডানা ঝাপটানোর নিনাদ,
পাখনা ধুননে ছন্দ অঙ্কন করে বেজায় অদ্ভুত।
এই পাখিটার আরাধনায় রোজ মেলি আমি আঁখি,
খুব যতনে নাম দিয়েছি আমার ভোরের পাখি।
লেখক: জুবায়েদ মোস্তফা
সাহিত্য ও প্রচার সম্পাদক
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখা
Spread the love