সাথী আকতার , ঢাকা প্রতিনিধি : চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে যেতে পারেন তিনি। গত মাসে চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন- বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হচ্ছে। অবশ্য খালেদা জিয়ার লন্ডনের এই সফরকে ব্যক্তিগত সফর উল্ল্যেখ করে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন বিএনপির শীর্ষ নেতারা। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় বিশেষ আদালতে বৃহস্পতিবার শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে ঈদের পর শুনানির দিন ধার্য করার আবেদন ছিল। এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ওই তারিখে খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।
মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
Spread the love
Spread the love