মোঃ আসাদুজ্জামান, মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামে সুখ দাস (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। জানা যায়, সোমবার সকালে স্থানীয় বিষ্টুপদ দাসের বাঁশ বাগানের শিশুগাছ থেকে লাশটি উদ্ধার করেছেন স্বজনরা। নিহতের মামাত ভাই অটল দাস জানান,রোববার সন্ধ্যা থেকেই সুখ দাসের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবখানে খোঁজ নিয়েও তারা কোন সন্ধ্যান মেলাতে পারেনি। পরে সোমবার সকালে স্থানীয় বিষ্টুর বাঁশ বাগানে শিশু গাছের সাথে গলায় লুঙ্গি জড়ানো অবস্থায় সুখ দাসের লাশটি দেখতে পায় তারা। এরপর লাশটি নামিয়ে তারা থানায় খবর দেয়। এত অল্পবয়সে সুখ দাস কেন আত্মহত্যা করল জানতে চাইলে অটল জানান,সম্প্রতি তার গলায় ক্যান্সার ধরা পড়েছে। পরিবারটি গরীব হওয়ায় তারা সুখ দাসের চিকিৎসা করাতে পারছিল না। ক্যান্সারের জ্বালা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তাদের দাবি। সুখ দাস ওই এলাকার স্বদেশ দাসের ছেলে। মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মণিরামপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
Spread the love
Spread the love