তাজাম্মূল হুসাইন, যশোর : জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মণিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এরপর পৌরশহরে সমবায় র্যালী এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। প্রধান অতিথি এসময় ঢাকুরিয়া মডেল সঞ্চয় ও ঢাকুরিয়া মডেল মৎস্যজীবি সমবায় সমিতির কর্মকতাদের উপজেলার শ্রেষ্ট সমবায় সমিতির পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আসলাম আলী ভূইয়া, সহকারী সমবায় পরিদর্শক মো: জাহিদুর রহমান, পাপিয়া রানী হালদার, সাবেক কমিশনার গীতা রানী কুন্ডু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা সার্ভেয়ার সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
মণিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত
Spread the love
Spread the love