Spread the love
গাবতলী( বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সদরের মধুমাঝিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়নে মায়েদের ভুমিকা শীর্ষক আলোচনা মা’সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরের ব্যবস্থাপনায় শিক্ষারমান উন্নয়নে সন্তানদের প্রতি মায়েদের করনীয় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য রবীন্দ্র নাথ দাস। এসময় সহকারী শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, শিক্ষিকা নিলা আকতার, সাখিলা খাতুন, রাজেনা খাতুনসহ মায়েদের মাঝে দুলালী রানী, মাজেদা খাতুন,মোরশেদা খাতুন, রঞ্জনা খাতুন, রুপালী রানী, মনোয়ারা বেগম,সপ্তমী রানী,স্বপ্না রানী,পারবর্তী রানী,মুন্নী খাতুন বক্তব্য রাখেন।
Spread the love