Spread the love
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মহাস্থানে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাঈদ নুর ইসলাম রাজু (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯ টার সময় বগুড়া রংপুর মহাসড়কে উত্তরণ ফিলিং ষ্টেশনের সামনে বগুড়া থেকে মহাস্থান গামী সিএনজি চালিত অটোটেম্পুর চাকা খুলে গেলে ঐ সিএনজিতে থাকা যাত্রী রাজু ছিটকে মহাসড়কের উপর পরে গেলে বগুড়া গামী অজ্ঞাত নামা একটি দ্রুত গামী ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হয়। সে বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের জাহানাবাদ গৌরীদাসপুর গ্রামের মতিউর রহমানের পুত্র এক সন্তানের জনক বলে জানা যায়।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Spread the love