মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদরের গোকুলের মহাস্থান তেলের পাম্পের সামনে দোকানঘরে নিচে পূর্ব শত্রুতার জের ধরে পুকুর খনন, যে কোন মহুর্তে দোকান ঘর ভেঙ্গে বড় ধরনের ক্ষতির আশাংখা, কোটো মামলা দায়ের প্রস্তুতি। দোকান মালিক ও সরেজমিনে জানা গেছে বগুড়া সদরের গোকুল মহাস্থান তেলের পাম্পের সামনে গোকুল মধ্য পাড়া গ্রামের আলহাজ্ব মোজাম্মেল হকের পুত্র হেলাল উদ্দিন তাদের নিজস্ব জায়গার উপরে দোকান ঘর নিম্ার্ণ করে ব্যবসা করে আসেছে। তাদের ব্যবসা প্রতিষ্টান ধ্বংস করার উ্েদ্দ্যশে গোকুল মধ্য পাড়ার গ্রামের মৃত সোলায়মান এর পুত্র মুকুল মিয়া হেলালের দোকানের পূর্ব পাশ্বে প্রায় ৩০ ফিট নিচে নিয়ম বহির্ভূত ভাবে একটি পুকুর নিমার্ণ শুরু করে, যাতে করে দোকান ঘরটি ভেঙ্গে পড়ে যায়। মুকুল মিয়া দীর্ঘ দিন ধরে হেলালের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের চেষ্ঠা করে আসছে। এ ব্যাপারে ােলাল ইতিপূব্র্ েবগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। বিষয়টি সমাধান না হওয়ায় আবারও তারা ব্যাপরোয়া হয়ে উঠেছে। এব্যাপারো হেলালের পিতা আলহাজ্ব মোজাম্মেল হক বিষয়টি সুষ্ঠু সমাধনের লক্ষে বগুড়া সদর কোটে একটি মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করেছে। বিষয়টি সমাধান না হলে সেখানে বড় ধরনের রক্ত ক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে বলে অভিক্ষ মহল মনে করেন।
মহাস্থান পাম্পের সামনে দোকান ঘরে নিচে পুকুর খনন বড় ধরনের ক্ষতির আশাংখা
Spread the love
Spread the love