ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ তোফায়েল ইসলাম আন্দোলনে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ফখরুলবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাডিতে যাবার সময় নেতা-কর্মীদের উদ্ধেশ্যে বলেন আপনারা তৈরী থাকুন সময়মতো ডাক দেয়া হবে তখন মাঠে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মির্জা আলমগীর বলেন, আপনার প্রস্তুত থাকবেন ডাক আসলেই আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে। ঘরে বসে থাকলে হবে না। মাঠে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান। মঙ্গলবার নিজবাড়ী ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমানে জেলার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাতে রংপুর বিভাগের আট জেলার বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এসময় নেতাকর্মীরা নানা শ্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলে। এরপর তাকে ঠাকুরগাঁও থেকে আসা বিএনপি নেতাকর্মীদের শতাধিক গাড়ি বহর তাকে নিয়ে ঠাকুরগাও অভিমুখে তাকে নিজ বারিতে আনা হয়।
মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ফখরুল
Spread the love
Spread the love