মাদারীপুর প্রতিনিধি : আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর শহররক্ষা বাঁধসহ আশপাশের প্রায় ৫০টি বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। লঞ্চঘাটের মুল পয়েন্টে শহররক্ষা বাঁধের স্লাব ইতিমধ্যে নদে তলিয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে। তাও স্রোতের জন্য নদে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। সংশ্লিষ্ট, স্থানীয় ও সরেজমিনে গিয়ে দেখা যায়, লঞ্চঘাটের মুল পয়েন্টে চরমুগরিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক আলী আকবার খোকার বাসভবনসহ আশপাশের অন্তত ৫০টি বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। ফলে ভাঙন থেকে রক্ষার জন্য এলাকাবাসী আরো বেশি ব্লক ও জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছে। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, আড়িয়াল খাঁ নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপৎসীমার অনেক নিচে রয়েছে। শহররক্ষা বাঁধ যাতে কোন ক্ষতির সম্মুখীন না হয়- সেজন্য প্রয়োজনীয় সি সি ব্লক মজুদ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, মাদারীপুর শহররক্ষা বাঁধ এলাকায় ইতিমধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছিল তা মেরামত করা হয়েছে। শহররক্ষা বাঁধ যাতে কোন ক্ষতির সম্মুখীন না হয়- সেজন্য প্রয়োজনীয় সি সি ব্লক মজুদ রয়েছে। প্রয়োজনে সেগুলো ফেলা হবে।
মাদারীপুর শহররক্ষা বাঁধসহ ৫০টি বাড়ি হুমকির মুখে
Spread the love
Spread the love