বগুড়া জেলা সংবাদদাতা : মহান স্বাধীনতা যুদ্ধে যাদের জীবনের ঝুকি নিয়ে এদেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করেছিল। যাঁদের কারনে আজ আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজ তাদের করুন আকুতি কি জাতি কাছে পোছায় না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরের সক্রিয় গেরিলা মুক্তিযুদ্ধ করেছেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত ধরমপুর গ্রামের আফজাল হোসেন (৬৮)। স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পেরিয়ে পেরিয়ে গেলেও এবং মুক্তিযোদ্ধার সনদপত্র থাকার পরেও আজ পর্যন্ত সে মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে সকল সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে সে অসুস্থ্য অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে। প্রায় ৭ বছর পূর্বে প্যারালাইসিসে তাঁর হাত, পা ও মুখের ভাষা বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সুদৃষ্টি কামনার পাশাপাশি তাঁর মৃত্যুর আগে অন্তত তার যথার্থ সম্মানটুকু যাতে পায় এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার সনদপত্র থাকার পরেও মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত অসুস্থ মুক্তিযোদ্ধা আফজাল হোসেন
Spread the love
Spread the love