Spread the love
বিনোদন প্রতিবেদক : আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘নগর মাস্তান’। রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে এ প্রজন্মের তিন তারকা জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজকে। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে পরীমনি পরী, জায়েদ খান জায়েদ ও শাহরিয়াজ তার নিজ নামেই অভিনয় করেছেন। ছবিটিতে এই তিন তারকা ছাড়া আরো অভিনয় করেছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটিকে সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়। আপত্তিকর কিছু দৃশ্য থাকায় সেটি আটকে দেয় সেন্সরবোর্ড। পরবর্তী সময়ে কিছু দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি আবারও সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়। এরপর ছাড়পত্র মেলে।
Spread the love